শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯

টাঙ্গাইলে হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ী ও খদ্দেরসহ প্রায় ২০ জনকে আটক

Home Page » প্রথমপাতা » টাঙ্গাইলে হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ী ও খদ্দেরসহ প্রায় ২০ জনকে আটক
শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: টাঙ্গাইলের পৌরসভা এলাকার বটতলায় নামহীন ২টি হোটেলে অভিযান চালিয়ে ৭জন দেহ ব্যবসায়ী ও ৯জন খদ্দেরসহ প্রায় ২০ জনকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এর একটি দল।

আটককৃতরা হলেন- শাহজাহান (২৫), সুমন (২৬), এরশাদুল হক (২৫), মাসুম (২০), ইব্রাহীম (৩২), আমিনুল (২৮), লাবনী আক্তার (২৪), কবিতা (২৮), তানিয়া (২২), নুপুর (২৮), সোনিয়া (২২), কাজল (২৪), সুবর্ণা (২৩)। এছাড়াও ম্যানেজার সুব্রত ও অমিতকেও এসময় গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর সভার বটতলা থেকে এই অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।

টাঙ্গাইল ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহারিয়ার রহমান জানান, বৃহস্পতিবার ২৪ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলাস্থ নামহীন দুইটি আবাসিক হোটেলে অভিযান চালায় টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। সে সময় সেখান থেকে অন্তত ২০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের যাচাই-বাছাই করে ৪জনকে ছেড়ে দেন। বাকি ১৪ জনকে ১৫ দিন করে সাজা প্রদান করেন। এছাড়া উক্ত হোটেলের ম্যানেজার দুইজনকে ৩ মাস করে সাজা প্রদান করেন তিনি।

বাংলাদেশ সময়: ৯:৫৭:১২   ১১৮০ বার পঠিত   #  #  #  #  #  #