বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯

কবি গুলশান আরা রুবীকে বীরপ্রতিক কাঁকন বিবি সম্মাননা প্রদান করা হয়েছে

Home Page » শিক্ষাঙ্গন » কবি গুলশান আরা রুবীকে বীরপ্রতিক কাঁকন বিবি সম্মাননা প্রদান করা হয়েছে
বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯



---

স্পেশাল রিপোর্টার,বঙ্গ-নিউজঃবিশিষ্ট কবি,লেখক ও সাহিত্যিক গুলশানারা রুবীকে গত ১৫ জানুয়ারী ২০১৯ ইং সামাজিক সংগঠন উদ্ভাসিত মুখ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা বীরপ্রতিক কাঁকন বিবি সম্মাননা প্রদান করা হয়েছে।

গুলশানা আরা রুবীর এই সম্মাননাকে স্বাগত জানিয়েছেন হাওর গবেষক সজল কান্তি সরকার, হাওর কবি জীবন কৃষ্ণ সরকার, সাংবাদিক হিম্রাদী শেখর,আল-আমিন আহমেদ সালমানসহ বিভিন্ন স্তরেরর লেখক,সাহিত্যিক,বুদ্ধিজীবী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উদ্ভাসিত মুখ সংগঠনের তৃণমূলে নেতৃবৃন্দ সহ সভাপতি মনোজিত দাস মানব ও সাধারন সম্পাদক আল-আমিন আহমেদ সালমান কবি’র অভূতপূর্ব সাফল্য কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৮   ৭৬০ বার পঠিত