সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
সুরেশ্বরীতে নাব্যতা সংকট!
Home Page » সারাদেশ » সুরেশ্বরীতে নাব্যতা সংকট!স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগরে সুরেশ্বরী নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে । নৌযান চলাচল বন্ধ হয়ে চড়ম ভোগান্তির শিকার হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।সুমেশ্বরী নদীর একটি শাখা এই সুরেশ্বরী নদীটি।
মধ্যনগর হয়ে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সোমেশ্বরী নদীতে মিলিত হয়েছে। প্রতিদিন শত শত নৌকা চলাচল করে এই নৌপথে, বিগত কয়েকদিন যাবৎ গোমাই নদীতে নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা।
এলাকার সাধারন মানুষেরা জানান, এই অবস্থায় সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় এই নৌপথে আমদানি-রপ্তানি বহাল রাখতে জরুরী ভিত্তিতে নদীটির খনন করা প্রয়োজন।
নৌযান শ্রমিকদের সাথে আলাপকালে তারা প্রতিবেদকে জানায়,নদীর পানি কমে যাওয়াতে মালামাল পরিবহনে মারাত্নক ব্যাঘাত ঘটছে। সঠিক সময়ে আমরা মালামাল খালাস করতে পারছিনা।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন,দ্রুততার সহিত নদীটি খনন অতীব গুরুত্বপূর্ণ।এই অবস্থায় হাওর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়াতে। মেঘালয়ের পাদদেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও জোয়ারের পানিতে নদীর ধারন ক্ষমতা হাড়িয়ে ফেলে।এবং শুকনো মৌসুমে মালবাহী নৌযান চলাচলে মারাত্নক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যাবসায়ী ও সাধারণ জনগন। বিষয়টি সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের নজরদারি রাখতে এলাকাবাসীর জোর দাবি।
বাংলাদেশ সময়: ১৮:১২:৪৬ ৪৩২ বার পঠিত