রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদ গ্রেফতার
Home Page » এক্সক্লুসিভ » ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদ গ্রেফতার
বঙ্গ-নিউজ: জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক, ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদকে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।
তিনি বলেন, সাবেক ফুটবলার কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কায়সার হামিদের মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। তার বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ‘মোহামেডানের কায়সার হামি’ নামেই পরিচিত ছিলেন। গত শতকের ৯০ এর দশকের শুরুতে ফুটবল থেকে বিদায় নেওয়ার পর কায়সার হামিদ জাকের পার্টিতে যোগ দিয়েও আলোচনার জন্ম দেন। এই দলটির হয়ে সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের প্রার্থীও হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:০৯:১৮ ৫০৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম