রবিবার, ২০ জানুয়ারী ২০১৯

“রঙে ভরা আমার ব্যাংকিং জীবন “-জালাল উদদীন মাহমুদ

Home Page » বিনোদন » “রঙে ভরা আমার ব্যাংকিং জীবন “-জালাল উদদীন মাহমুদ
রবিবার, ২০ জানুয়ারী ২০১৯



 জালাল উদদীন মাহমুদ

৬৭ তম পর্ব–
ডেমাজানি শাখা ,বগুড়া -২৬ -অপূর্ব ভোজন -৭ (শেষ)।

দাওয়াত খাওয়া শেষে ফিরে আসতে রাস্তায় অনেক ধকল গেছে। মনে হচ্ছিল এত কিছু খেয়ে আসার পরেও আরো কিছু খাই। সবার পিড়াপীড়িতে আমি হাঁসের ডিম খাবার সিদ্ধান্ত নিলাম। অবশ্য তখন বিকল্পও কিছু ছিলনা। মুরগীর ডিম শেষ । আর কলাতো রফিক রাজকুমারের বাড়ীতে এসেই পাঠিয়ে দিয়েছে। এগুলি নাকি কাল খাওয়া হবে।
নিশুতি রাতে বসে বহু যুগ আগের সেই অপূর্ব ভোজনের কাহিনী লেখা যখন শেষ করতে বসেছি , তখন বোধ হয় একটু-আধটু তন্দ্রাছন্ন হয়েছিলাম , হঠাৎ মনে হলো- সুদুর অতীতের বিদ্যুৎবিহীন গাছগাছালি ও অন্ধকারাচ্ছন্ন ঝোপ ঝাড়ে ভর্তি সেই বেড়ের বাড়ী গ্রাম থেকে কে যেন আমায় ডেকে ডেকে বলছে-

 

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;

মায়া মমতায় জড়াজড়ি করি

মোর গেহ খানি রহিয়াছে ভরি,

মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়।

মনে হলো চিৎকার করে বলে উঠি আমি আবার যাব-অবশ্যই যাব । কিন্তু হঠাৎ মনে পড়লো সেই স্যার আর সেই রফিককে কোথায় পাব। চিৎকার করে তাদের ডাকতে যাব- ঠিক তখনই তন্দ্রার ভাবটাও ছুটে গেল। বারান্দায় গিয়ে বাহিরে তাকালাম –এত রাতেও ঝলমল করছে ঢাকা শহর। (ক্রমশঃ)

বাংলাদেশ সময়: ২১:৪৩:১১   ৪৩৩ বার পঠিত   #  #  #  #  #  #