রবিবার, ২০ জানুয়ারী ২০১৯

এই রূপকথার দেশে - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » এই রূপকথার দেশে - ম, বজলুর রাহমান
রবিবার, ২০ জানুয়ারী ২০১৯



ম, বজলুর রাহমান

এই রূপকথার দেশে, ঘর অছে-
সে ঘরে কোথাও রূপ নেই। কাছে
পিঠে, সবুজ ঘাসের আকুলি বিকুলি
শিল্পীর তুলিতে পদ্মা মেঘনা কর্ণফুলী।

এখানে, দিগন্ত ছুঁয়ে থাকে নদী
আর- তুমি, আমাকে, ধ্রুপদী।
নরোম নীল জল, শেষ হেমন্তে। দূরে
বালিকা বধূর মুখ জলের মুকুরে।
(আমি) এক খিন্ন মাঝি
নিজের সাথে নিজেই, নিত্য ধরি বাজি।
বসি. দিনান্তে একলা- জলের কিনারায়
ডুবো পাহাড়, মুগ্ধ ঝড়ের প্রত্যাশায়।
আমার জন্ম বেলায়, বৈরাগী আলোয়
সূর্যটার উঁকি ছিল নবীন কিশলয়।
বুঝি ফাঁকফোকর গলে এক চিমটি দু:খ লুকিয়ে ছিল কোন খানে
তাই, কবিতার ঠিকানাও ওই দু:খই জানে।
জলের গোপন হতে উঠে আসে পৃথুল শিকড়
স্রোতও যায় ছাড়ি, শুধু তোমার ছায়া অনঢ়।
নুপুর জোড়া গেছ ছেড়ে, ছন্দের ওপারে
যেন যুগান্তর ধরে নি:সীম
আজও বাজে, রুম ঝুম ঝুম…
ভোলেনি ওরা তোমারে।

গাছে গাছে জমে মৌসুমী রাত
জোছনার ওড়না জড়িয়ে বিরলে থালা চাঁদ।
তুমি, পড়ে জার্দৌসি জলশাড়ি
দিগন্তের অনন্তে, অনূঢ়া অভিসারী
সেও কী এক, হারিয়ে যাওয়া। এই
রূপকথার দেশে? ঘর আছে, রূপ আছে কই।
———————————————
২০ জানুয়ারী, ২০১৯।

 


বাংলাদেশ সময়: ২১:২৭:২৯   ৫১৫ বার পঠিত   #  #  #  #  #  #