শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯

আজব সমাজ - রনজিত চাঙমা (১৯/১/২০১৯ইং)

Home Page » বিনোদন » আজব সমাজ - রনজিত চাঙমা (১৯/১/২০১৯ইং)
শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯



 রনজিত চাঙমা


আজব সমাজ

মিথ্যা বলা মহাপাপ

ছিল ভাবে না মানুষ এসব আজ,

মিথ্যা ছাড়া দিন চলে না

কি যে হলো মানব সমাজ?

সত্য কাঁদে নীরবে এখন

দুঃখ এবং যন্ত্রনায়,

মিথ্যার প্র্যাকটিস মোবাইলে

মহামারী যেন লেগেছে হায়!

পরের টাকা সম্পদ মেরে দিতে

থাকছে মানুষ ধান্ধায়,

যে করে হোক বড় লোক

হতেই হবে

জীবন যে ভাবছে একটাই।

হিংসা বিদ্বেষ জাগিয়ে মনে

নজর রেখে পরের ধনে,

যে করেই হোক পেতেই হবে

নিজের করে ফন্দি আঁটে

মনে মনে।

পাপের ভয় আর ঢুকে না মনে

চাইলে নাকি পায় যে মাফ?

ছিটে ফোটা দান দিয়েই তারা

জন দরদী সাজছে আজ।

কালো টাকা সাদা হচ্ছে কতো

কে বা হিসাব রাখছে এতো?

আবরণটা এখন মুখ্য

সবার বলছে সবাই সাব্বাশ কতো?

স্বপ্ন দেখায় তারাই এখন

গড়তে হবে নতুন সমাজ,

সত্য ন্যায়

শুধু মুচকি হাসে

নেই যে কারোর

এমনি মাফ।

********************

বাংলাদেশ সময়: ১৯:১০:৫৯   ৫৩৭ বার পঠিত   #  #  #  #  #  #