শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯

আ’লীগের আজকের বিজয় সমাবেশ, লোকে কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান

Home Page » এক্সক্লুসিভ » আ’লীগের আজকের বিজয় সমাবেশ, লোকে কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান
শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু হয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বর্তমানে লোকে কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। বেলা ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ।

রাজধানী ঢাকা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসছেন এ বিজয় উৎসবে। তাদের অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। সবার চোখে মুখে উৎসবের আমেজ। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছেন সমাবেশস্থলে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। এরপর নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলের দিকে প্রবেশ করছেন। এছাড়া রাজধানীর অন্যান্য সড়ক দিয়েও নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দীর দিকে আসছেন। তাদের আগমনে সোহরাওয়ার্দী এলাকায় অন্যরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ মহা উৎসবকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্যসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪২   ৪৮৪ বার পঠিত   #  #  #  #  #  #