সোমবার, ২৪ জুন ২০১৩

ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন

Home Page » বিশ্ব » ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন
সোমবার, ২৪ জুন ২০১৩



mandala-300x168.pngবঙ্গ- নিউজ ডটকমঃ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কিংবদন্তি নায়ক নেলসন ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট জ্যাকব জুমা রোববার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে তিনি ম্যান্ডেলার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

এরপরই জুমা, তার দেশের জনগণ এবং বিশ্ববাসীকে ম্যান্ডেলার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসেডিন্ট ম্যান্ডেলাকে চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

ম্যান্ডেলার পরিবার একটি কঠিন সময় পার করছে উল্লেখ করে তাদের বিরক্ত না করার আহ্বান জানান মহারাজ।

কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষাতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়।

উল্লেখ্য: ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৫   ৪৬৩ বার পঠিত