শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিশুপার্ক
Home Page » জাতীয় » স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিশুপার্ক
বঙ্গ-নিউজ: রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় শিশুপার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) পার্কটির মূল ফটকে জরুরি বিজ্ঞপ্তি ঝুলিয়ে রাখতে দেখা গেছে। মূল ফটকে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় শিশুপার্কের সব কার্যক্রম বন্ধ থাকবে। উন্নয়নমূলক কাজ শেষে পুনরায় সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শিশুপার্ক খোলা হবে।’
তবে, হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন দর্শনার্থীরা। আজ ছুটির দিনে অনেককেই এসে ফিরে গেছেন।
বেশ কয়েকজন দর্শনার্থী জানান, জনসাধারণের হয়রানি বন্ধে পার্কটি বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো উচিত।
বাংলাদেশ সময়: ১৯:০৩:২৮ ৫৭৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম