বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
ইউ.এন.ও সমীর বিশ্বাস’র হাতে হাওরকবি’র হাওরবিলাপ
Home Page » বিবিধ » ইউ.এন.ও সমীর বিশ্বাস’র হাতে হাওরকবি’র হাওরবিলাপস্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিশিষ্ট লেখক,হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ “হাওরবিলাপ” বইটি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস’র হাতে আজ উপজেলার লক্ষীপুর গ্রামের হরিনাম সংকীর্তন মন্ডপ পরিদর্শন কালে কবি স্বহস্তে তুলে দেন।বইটি পেয়ে মি. বিশ্বাস কবিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আরো লেখা চালিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।এসময় ফতেপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৫১:৩৬ ৫৬১ বার পঠিত