বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
দুদিন ধরে শাহনাজ রাইড শেয়ার করতে না পারায় তার বাচ্চাদের জন্য উপহার দিল পুলিশ
Home Page » এক্সক্লুসিভ » দুদিন ধরে শাহনাজ রাইড শেয়ার করতে না পারায় তার বাচ্চাদের জন্য উপহার দিল পুলিশ
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: নারী হয়েও রাইড শেয়ারিং অ্যাপ উবার চালানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সেই শাহনাজ আক্তারের ছিনতাই হওয়া বাইকটি উদ্ধার হয়েছে। বাইকটি উদ্ধারের পর তার কাছে হস্তান্তর করেছে তেজগাঁও পুলিশ।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের বিপরীত দিকে রাজধানী স্কুলের সামনে থেকে তার বাইকটি ছিনতাই করে এক ব্যক্তি।
এরপর বুধবার উদ্ধারের পর তেজগাঁও ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্কুটিটি তাকে হস্তান্তর করা হয়।
এ সময় দুদিন ধরে রাইড শেয়ার করতে না পারার কারণে তেজগাঁও ডিভিশনের পক্ষ থেকে তার বাচ্চাদের জন্য ১০ হাজার টাকা উপহার দেয়া হয়।
এর আগে রাতেই অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে শাহনাজ আক্তারের স্কুটিটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রতারক জনিকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৮ ৪৩৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম