সোমবার, ২৪ জুন ২০১৩
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউজ্জামান
Home Page » জাতীয় » দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউজ্জামানবঙ্গ- নিউজ ডটকমঃ চার বছরের মেয়াদ শেষে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বিদায় নেওয়ার পর কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাটির কমিশনার মো. বদিউজ্জামান।সোমবার বেলা পৌনে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুদকের এক সূত্র জানায়, গত রোববার গোলাম রহমান আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। বিদায় নেওয়ার আগে তিনি সংস্থাটি কমিশনার বদিউজ্জামানের কাছে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত কমিশনার বদিউজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এদিকে চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় এ পদে অন্য একজনকে নিয়োগ দেওয়ার জন্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি বাছাই কমিটি গঠন করেছে।
কমিটি আইন অনুযায়ী দক্ষ ও যোগ্য ব্যক্তির খোঁজ করছে। চেয়ারম্যান পদের জন্য সহসাই দু’জন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে পেশ করবে কমিটি।
রাষ্ট্রপতি ওই দু’জন ব্যক্তির মধ্য থেকে একজনকে প্রথমে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন। পরে তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করবেন।
বাংলাদেশ সময়: ১৫:১২:৫৯ ৩৮৯ বার পঠিত