বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
আজ বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট
Home Page » প্রথমপাতা » আজ বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট
বঙ্গ-নিউজ: জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। আজ বুধবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হবে।
দেশের চলমান রাজনীতি নিয়ে কথা বলতে ও আগামী দিনের কর্মপন্থা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের বিষয়টি ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, এ বৈঠকে আগামী উপজেলা নির্বাচনে ঐক্যফ্রন্ট অংশগ্রহণ করবে কি করবে না সে বিষয়েও আলোচনা হবে। এছাড়া আগামী দিনে আন্দোলন সংগ্রাম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩:০৭:২৬ ৩৩৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম