মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯

“স্বনামধন্য মিউজিক ডিরেক্টর পংকজের জন্মদিন আজ”

Home Page » বিনোদন » “স্বনামধন্য মিউজিক ডিরেক্টর পংকজের জন্মদিন আজ”
মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯




নিজস্ব প্রতিবেদকঃ   

“জাহিদ বাশার পংকজ”জনপ্রিয় ও আলোচিত সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর আজ শুভ জন্মদিন।  ভক্ত-অনুরাগী,বন্ধু ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছাবার্তায় রীতিমতো পংকজময় আজকের ফেসবুক ওয়ালগুলো।

গুণী এই সংগীতব্যক্তিত্ব তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। ক্যারিয়ারের শুরুতেই “রঙ্গমেলা” শিরোনামের একটি ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে আলোচনায় আসেন। সেই অ্যালবামে তাঁর সুর ও সংগীতে গেয়েছিলেন- আজম খান,নকীব খান,জেমস,পার্থ বড়ুয়া প্রমুখ। গত দুই দশকেরও বেশি সময়ে পংকজ এর সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে কয়েক হাজার গান। দুই বাংলার শীর্ষস্হানীয় প্রায় সকল শিল্পীই গেয়েছেন তাঁর সংগীত পরিচালনায়। অডিওর পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং চার শতাধীক জিঙ্গেলের সংগীত নির্মাণ করেছেন তিনি। এখনো সুনামের সাথে প্রতিনিয়ত সুর আর সংগীতের নিপুণ খেলায় রাতদিন মেতে থাকেন তাঁর “রেড এ্যান্ড ব্ল্যাক” স্টুডিওতে।

পংকজ এর সুর,সংগীতে আলোচিত গানগুলোর মধ্যে অন্যতম হলো-অনুরূপ আইচের লেখা,মমতাজ এর “পাংখা পাংখা”, আসিফ আকবর এর ” কসম”, “দিল দিওয়ানা দিল” মিমির “এক দিওয়ানা দুই দিওয়ানা”সহ অসংখ্য গান।মুঠোফোনে জন্মদিনের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি জানান–” জন্মদিনে আমার স্পেশাল কোনো পরিকল্পনা থাকে না। তবে পরিবারের সাথে দিনটি উপভোগ করি। এবারও তাই হবে। বন্ধু-শুভাকাঙ্খীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় আবদ্ধ থাকি। ভালোই লাগে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪০   ৪৪৭ বার পঠিত