সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯

পাঁচ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (এপিএস) নিয়োগ

Home Page » জাতীয় » পাঁচ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (এপিএস) নিয়োগ
সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  পাঁচ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর জন্য সহকারী হিসেবে একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রীদের অভিপ্রায়ের উপর ভিত্তি করে এপিএস নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম সিংহ রতন।

তাছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক আবুল তাহের মো. মহিদুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনির হোসেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রিদওয়ানুল করিম চৌধুরী।

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কবিরুজ্জামান চৌধুরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শামীম আহাম্মদ।

উল্লেখ্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতোদিন চাইবেন এপিএসরা ততোদিন দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪২   ৪৩৮ বার পঠিত   #  #  #  #  #  #