সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
পাঁচ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি
Home Page » জাতীয় » পাঁচ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি
বঙ্গ-নিউজ: পাঁচ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।
নিয়োগ প্রাপ্তরা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তজার্তিক সম্পর্ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ) এবং মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা)।
নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার এক সপ্তাহ পর আজ এই পাঁচজনকে ফের উপদেষ্টা নিয়োগ করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ হয়। নতুন সরকারের শপথ নেওয়ার দিন গত ৭ জানুয়ারি থেকে এদের নিয়োগ কার্যকরা ধরা হয়েছে।
নতুন সরকার গঠনের পর আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। একই সঙ্গে বাতিল হয়ে যায় এই পাঁচ উপদেষ্টার নিয়োগও। তাই এখন আবার তাদের নতুন করে নিয়োগ দেয়া হল।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২২:৪১:১৯ ৪৩৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম