সোমবার, ২৪ জুন ২০১৩
৫ রানে,জয়লাভ করে”চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত”
Home Page » খেলা » ৫ রানে,জয়লাভ করে”চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত”বঙ্গ-নিউজ ডটকম: ভারত আর ইংল্যান্ড না। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বৃষ্টিই যেন খেলছে এজবাস্টনে। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর শুরু হয় শিরোপা জয়ের অন্তিম লড়াই। খেলার দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ২০ ওভারে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটি যেন হয়ে গেল ‘টি-টোয়েন্টি’। সেই ‘টি-টোয়েন্টি’ ফাইনালে ইংল্যান্ডেকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।
টসে হেরে ব্যাট করতে নামে ভারত। কিন্তু এখানেই শেষ হয়নি বিপত্তি। ভারতীয় ইনিংসের ছয় ওভার পরে আবার আসে বৃষ্টির বাধা। খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। পরে শুরু হয় ব্যাট বলের লড়াই। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। শিখর ধাওয়ান ৩১, বিরাট কোহলি ৪৩ ও শেষের দিকে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৩৩ রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১২৯।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে ইংল্যান্ড। ৫ রানের জয় পায় ভারত।
আজ এজবাস্টনের ফাইনালে টস পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক কুক। কিন্তু এরপর জাতীয় সংগীত চলার সময় হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষার পর ২৪ ওভারের ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা। কিন্তু কিছুক্ষণ পর সেটিও বাতিল করতে হয়। সর্বশেষ দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। শেষপর্যন্ত সেটিও না হতে পারলে শিরোপাই হয়তো ভাগাভাগি করে নিতে হবে দুই দলকে। ২০০২ চ্যাম্পিয়নস লিগে যেমন ভাগাভাগি করে নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।
ফাইনালের জন্য কোনো পরিবর্তন আনেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালের দলটি নিয়েই মাঠে নামবেন ধোনি। অন্যদিকে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। স্টিভেন ফিনের জায়গায় দলে ডাকা হয়েছে অলরাউন্ডার টিম ব্রেসনানকে।
বাংলাদেশ সময়: ১:৫৯:৪২ ৩৫৬ বার পঠিত