রবিবার, ২৩ জুন ২০১৩

” সানি লিওনকে চুমু দিতে হবে বলে ছবিই বাদ”

Home Page » বিনোদন » ” সানি লিওনকে চুমু দিতে হবে বলে ছবিই বাদ”
রবিবার, ২৩ জুন ২০১৩



sanibg20130623031759.jpgবঙ্গ- বনিউজ ডটকমঃ  জিসম ২ ছবি দিয়ে বলিউডে পা রাখেন কানাডিয়ান পর্নস্টার সানি লিওন। এখন অনেক ছবিরই প্রস্তাব পাচ্ছেন তিনি। এরকমই একটি ছবিতে সানির সঙ্গে অভিনয় করার কথা ছিল আরেক বলিউড অভিনেত্রী নিতু চন্দ্রার।কিন্তু নীতু আর সেই ছবিটি করছেন না। কারণ ছবির একটি দৃশ্যে সানির সঙ্গে ঠোঁটে ঠোঁট লাগাতে হবে নিতুকে। আর এতেই নীতুর আপত্তি।

অথচ কয়েকদিন আগেই ‘বম্বে টকিজ’ ছবিতে দুই পুরুষ অভিনেতা রণদ্বীপ হুদা এবং তার সহ অভিনেতা সাকিব কোরেশি চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন।

একজন পুরুষ আরেক পুরুষকে চুমু দিলেও মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে চুমুর দৃশ্যে অভিনয় করা নাকি নীতু চন্দ্রার পক্ষে সম্ভব না।

টাইমস অব ইন্ডিয়া সুত্রে জানা যায়, নিতু প্রযোজক এবং পরিচালকের কাছে ছবিতে কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

নীতু বলেন, আমি ওই ছবিটি করছি না। এর কারণ আমি প্রযোজক-পরিচালকের কাছে ব্যাখ্যা করেছি। আমি আমার সমস্যাটা ভালই বুঝি।

তবে সংশ্লিষ্ট সূত্রে ছবির নাম এবং পরিচালক-প্রযোজকের নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১:৪০:৫০   ৪৩৬ বার পঠিত