শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

অবশেষে সালমানের স্ত্রী হিসাবে সোনাক্ষীই চূড়ান্ত !!

Home Page » বিনোদন » অবশেষে সালমানের স্ত্রী হিসাবে সোনাক্ষীই চূড়ান্ত !!
শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ:  সোনাক্ষী সিনহাকে দেখা যাবে সালমানের স্ত্রীর চরিত্রে। কি অবাক লাগছে শুনতে? কারণ বড় পর্দায় আবারও আসছে ‘দাবাং’। এবারও সেই সালমান খান এবং সোনাক্ষী সিনহা-র জুটিকেই দর্শকরা দেখতে পাবেন ‘দাবাং থ্রি’-র ফ্রেমে।

২০১৯ থেকেই ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু হবে বলে জানিয়েছেন, পরিচালক আলি আব্বাস জাফর।

সম্প্রতি ‘কলঙ্ক’-এর শুটিং করে মুম্বইতে ফেরেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-ও রয়েছে তাঁর ঝুলিতে। সেই সঙ্গেই এবার ফের ‘দাবাং থ্রি’-র জন্য প্রস্তুতি শুরু নিচ্ছেন সোনাক্ষী সিনহা। যদিও ‘দাবাং থ্রি’ নিয়ে সলমন খান নিজে কিছু না বললেও, আরবাজ খান ইতিমধ্যেই ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে ‘দাবাং থ্রি’-র আগে আপাতত ‘ভারত’ নিয়ে ব্যস্ত সালমান খান। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি এবং সুনীল গ্রোভারও রয়েছেন সালমান খানের ‘ভারত’-এ। তবে ‘ভারত’-এর সিডিউল শেষ করে এবার ‘দাবাং থ্রি’-র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান নিজেও।

তবে ‘দাবাং থ্রি’-তে এবারও মালাইকা অরোরার ম্যাজিক দর্শকরা দেখতে পাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ‘দাবাং’-এর ৩ নম্বর সিক্যুয়েল থেকে মালাইকা বাদ পড়ছেন বলেই খবর।

বাংলাদেশ সময়: ৯:৫৯:১৭   ৪৪২ বার পঠিত   #  #  #  #  #  #