শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুজনের মৃতদেহ উদ্ধার
Home Page » আজকের সকল পত্রিকা » বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুজনের মৃতদেহ উদ্ধার
বঙ্গ-নিউজঃ বুড়িগঙ্গা নদীর আলাদা দুই জায়গা থেকে অজ্ঞাত পরিচয়ের দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকা ও ফরাশগঞ্জঘাট মাঝনদী এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফিরোজ বলেন, মিরেরবাগ এলাকা থেকে সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। সেসময় তাঁর পরনে কালো সোয়েটার ছিল। উদ্ধারকৃত মৃতদেহের পায়ের পাতা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরাশগঞ্জঘাট এলাকা থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহের পরনে ছিল কালো প্যান্ট। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪৬:০০ ৩৭৬ বার পঠিত