রবিবার, ২৩ জুন ২০১৩
গ্রামীণব্যাংকের ব্যাপারে সংযত হওয়ার পরামর্শ রাশের
Home Page » বিশ্ব » গ্রামীণব্যাংকের ব্যাপারে সংযত হওয়ার পরামর্শ রাশেরবঙ্গ- নিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্র পার্লামেন্টের প্রতিনিধি কক্ষের রিপাবলিকান সদস্য রাশ হল্ট বাংলাদেশ সরকারকে গ্রামীণব্যাংকের ব্যাপারে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি এ ব্যাপারে তার পরামর্শ এবং বাংলাদেশ সরকারকে ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নিতে নিষেধ করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন।বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সময়ের অর্থনীতিতে সত্যিকারের বিস্ময় হচ্ছে গ্রামীণব্যাংক। আরো আগেই বাংলাদেশ সরকারকে এ ব্যাংকটির ওপর আক্রমণ বন্ধ করা উচিৎ ছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহবান জানাবো তিনি যেন ঢাকার কর্মকর্তাদের বিষয়টি পরিষ্কার করে দেন যে, আমেরিকা গ্রামীণব্যাংক এবং তা বাংলাদেশ ও বিশ্বের অন্যখানে দরিদ্রদের জন্য যেসব কাজ করছে তা সমর্থন করে।রাশ বলেন, যদি বাংলাদেশ সরকার ওই ব্যাংক ও অধ্যাপক ইউনূসের ওপর আক্রমণ অব্যাহত রাখতে বদ্ধপরিকর হয় তাহলে আমাদের সরকারের উচিৎ দেশটির বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক আরো দৃঢ় করতে যে প্রচেষ্টা চলছে তার পুনর্মূল্যায়ন করা।
মার্কিন এই আইনপ্রণেতা বলেন, ড. ইউনূসের মতো ব্যক্তি এবং গ্রামীণব্যাংকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের খুব প্রয়োজন। অনেক আগে থেকেই এই বাস্তবতাটি স্বীকার করা এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে কাজ করা উচিৎ ছিল। তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের উচিৎ হয়নি।
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ধারণা আবিষ্কার এবং সারা বিশ্বের গরীবদের জন্য কাজ করার স্বীতৃতিস্বরূপ চলতি বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডাল দেয়া হয় ড. মুহম্মদ ইউনূসকে।
বাংলাদেশ সময়: ১৮:০৩:৪২ ৫০০ বার পঠিত