মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯

অভিবাসন ব্যয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে

Home Page » আজকের সকল পত্রিকা » অভিবাসন ব্যয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে
মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯



 ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন ব্যয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার ইস্কাটনের প্রবাসী ভবনে মন্ত্রী যোগদানের পর রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সিন্ডিকেট বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘এ বিষয়ে আমি এখনো জানি না। আমি জেনে তারপর ব্যবস্থা নেব।’ আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক যাওয়ার ডেটা থাকলেও ফেরত আসার ডেটা নেই। ফেরতের ডেটা রাখার উদ্যোগ নেওয়া হবে। কর্মীদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য নিয়ে যা যা করার দরকার করব।’ তিনি বলেন, ‘শ্রম রপ্তানিতে কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। অতীতে এখানে কী হয়েছে, সেটা আমার বিষয় না। ভবিষ্যতে কী হবে সেটা দেখব। ’

আরবিএমের পক্ষ থেকে সভাপতি ফিরোজ মান্না ও সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে শুভেচ্ছা জানান।এর আগে গতকাল সকালে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে ফুল দিয়ে সচিবালয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৫   ৩৬৮ বার পঠিত