মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
“নতুন বছরে বাংলাদেশের নারী নিয়ে কন্ঠশিল্পী ওমর সানি”
Home Page » এক্সক্লুসিভ » “নতুন বছরে বাংলাদেশের নারী নিয়ে কন্ঠশিল্পী ওমর সানি”সম্প্রতি রমনায় মনোরম লোকেশনে চিত্রায়িত হয়ে গেল ‘বাংলাদেশের নারী’ গানের মিউজিক ভিডিওর শুটিং। গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুন জনপ্রিয় কন্ঠশিল্পী ওমর সানি। গানটির কথা ও সুর করেছেন মাহফুজ ইমরান। গানটি কম্পোজ করছেন নাজমুল হক(কলকাতা)।গানটিতে মডেল হয়ছেন আরাফাত হোসাইন,রুবিনা আলমগীর,মাহফুজুর রহমান ও
শাহীদ খান।
কন্ঠ শিল্পী ওমর সানি বলেন, এই পর্যন্ত যতগুলো গান আমার কন্ঠে ধারন করেছি তার মধ্যে “বাংলাদেশের নারী” গানটি অন্যতম। দর্শক শ্রোতাদের কাছে এই গানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।
গীতিকার ও সুরকার মাহফুজ ইমরান বলেন, গানের কথা গুলো সাজানো হয়ছে অনেক সময় নিয়ে ও সুরটা অনেক ভালো হয়ছে আর সানী অসাধারন কন্ঠ দিয়ছে।
খুব শিঘ্রই গানটি নতুন ইউটিউব চ্যানেল “রুবিনা মিউজিক্যাল টিভি” তে রিলিজ হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৪ ৬০৩ বার পঠিত