মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত, আহত র‌্যাবের তিন সদস্যও

Home Page » প্রথমপাতা » টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত, আহত র‌্যাবের তিন সদস্যও
মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের তিন সদস্যও আহত হন।

সোমবার (৭ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভারের নগর কুন্ডা এলাকার মো. আব্দুল মতিনের ছেলে হাফেজুর রহমান (৩৫) ও বাগেরহাট জেলার বরবাড়িয়া এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে ছাব্বির হোসেন (২৫)। আর আহত র‍্যাব সদস্যরা হলেন- সি পি এল নুরুল, এএসআই কাসেম ও রাশেদ।

র‌্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম জানান, রাতে একটি কাভার্ডভ্যান টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। দমদমিয়া এলাকায় র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় র‌্যাবের সন্দেহ হলে কাভার্ডভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়।

তবে গাড়িটি না থামিয়ে উল্টো কাভার্ডভ্যান থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই দুই যুবক।

তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক সাব্বির হোসেন ও হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে নিহতদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও।

তবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটিতে চারজন মাদক কারবারী ছিল। অন্য দুজন পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:২৩   ৩৯০ বার পঠিত   #  #  #  #  #  #