মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি নেতারা
Home Page » প্রথমপাতা » কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি নেতারা
বঙ্গ-নিউজ: রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি নেতারা।
রুদ্ধদ্বার বৈঠকটি সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের কেউ ছিলেন না, তবে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছি। অন্য কোনো বিষয় নয়।
বৈঠকে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১০:২৩:১১ ৩৭৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম