রবিবার, ২৩ জুন ২০১৩
রাজধানীতে গ্যাস সংকট; দুর্ভোগে নগরবাসী
Home Page » জাতীয় » রাজধানীতে গ্যাস সংকট; দুর্ভোগে নগরবাসীবঙ্গ- নিউজ ডটকমঃ রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শনিবার রাত থেকে গ্যাসের এ সংকটে রাজধানীবাসী রয়েছেন চরম বিপাকে।জানাগেছে, মোহাম্মদপুর, সিদ্ধেশরী, মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় অনেকেই বাসায় গ্যাস না থাকায় বিভিন্ন হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরেছেন।
তবে অভিযোগকারীরা জানালেন, গ্যাস সংকটের কারণে অনেক হোটেলও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) শাহজাহান মিয়া জানান, বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাইড লাইনে ছিদ্র হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দুপুর ১২ টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানা তিনি।
এদিকে, বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ সূত্র জানিয়েছে, বিবিয়ানা ১-এর পাইপ লাইনে ছিদ্র হওয়ার কারণে সরবরাহ বন্ধ রাখা হয়। তবে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:১১ ৩৯৭ বার পঠিত