মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯

ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী
মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। ভূমি ব্যবস্থাপনায় কোনো প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে। গতকাল সোমবার রাতে রাজধানী গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি চট্টগ্রামে এলাকাবাসী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভূমি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে।

ভূমি মন্ত্রী আরও বলেন, ‘প্রতিটি গ্রাম হবে শহর’—এই স্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব। গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাস জমিতে ঘর নির্মাণ করে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে। দারিদ্র্য ও বেকার মুক্ত উন্নত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ৭:৪২:০৩   ৪২২ বার পঠিত