রবিবার, ২৩ জুন ২০১৩

কে হচ্ছেন পরবর্তী দুদক চেয়ারম্যান?

Home Page » জাতীয় » কে হচ্ছেন পরবর্তী দুদক চেয়ারম্যান?
রবিবার, ২৩ জুন ২০১৩



duduk1-300x174.pngবঙ্গ- নিউজ ডটকমঃ  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান রোববার বিদায় নিচ্ছেন। নিয়মানুযায়ী কর্মদিবস শেষ করেই বিদায় নিবেন তিনি। বিকাল ৩টায় দুদকের পক্ষ থেকে গোলাম রহমানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।কে হবেন পরবর্তী দুদক চেয়ারম্যান গত একমাস ধরে এই প্রশ্ন সবার মুখে আলোচনায় থাকলেও নতুন চেয়ারম্যান কে হবেন এখন পর্যন্ত তা কেউ জানে না।

তবে এমনটা হতে পারে, গোলাম রহমানের শূন্য পদে প্রথমে একজন কমিশনার নিয়োগ দেয়া হবে। নতুন কমিশনার নিয়োগের পর দুদকের তিনজন কমিশনারের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হবে।

এই নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি করার জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বাছাই (সার্চ) কমিটি কাজ করছে।

এছাড়া এরই মধ্যে বাছাই কমিটির কাছে তিন জনের নাম এসেছে। তারা হলেন, বিমানবাহিনীর সাবেক প্রধান জিয়াউদ্দিন, এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবদুল করিম।

বাছাই কমিটির পক্ষ থেকেও দুটি নাম নতুন করে দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ এ নামের তালিকার সঙ্গে দুদকের বর্তমান কমিশনার এম বদিউজ্জামান ও এম সাহাবুদ্দিন চুপ্পুর নামও জমা পড়েছে। সেখান থেকেই বাছাই করে রাষ্ট্রপতির কাছে চেয়ারম্যান পদে একজনকে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবনা পাঠানো হবে।

এসব নামের তালিকা থেকে কমিটি দুজনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি একজনকে কমিশনার পদে নিয়োগ দেবেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২ মে সরকার সাবেক সচিব গোলাম রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তবে একই বছর ২৪ জুন তিনি দুদকে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৫   ৪৪৩ বার পঠিত