রবিবার, ৬ জানুয়ারী ২০১৯

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে

Home Page » প্রথমপাতা » সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে
রবিবার, ৬ জানুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাপার একটি সূত্র জানিয়েছে।

জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানান, জাপা চেয়ারম্যান নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে গেছেন। তার ব্লাড নিতে হয়। আগামীকাল সিএমএইচ থেকে সংসদ ভবনে দুপুর ১২ টায় শপথ নিয়ে বাসায় ফিরবেন। এখন তার স্বাস্থ্যের অবস্থা ভালো।

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের এপিএস মনজুরুল ইসলাম, এরশাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্যার (এরশাদ) দুপুরে রক্তের কিছু পরীক্ষার জন্য সিএমএইচে গিয়েছিলেন। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। যে কারণে শনিবার রাতে হাসপাতালে থেকে রোববার বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক এই রাষ্ট্রপতি অনেকদিন ধরেই নানান জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর।
ফেরার পর প্রায় সিএমএইচে যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।

কয়েকদিন ধরে হাটা-চলা করতেও তার কষ্ট হচ্ছে। তবে ক্রমেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানান জাপা নেতারা। ৩ ডিসেম্বর জাপার অন্যান্য এমপিরা শপথ নিলেও তিনি যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে।

উল্লেখ্য, আগামীকাল রোববার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় তার শপথ নেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:১৯:২৮   ৪৪৭ বার পঠিত   #  #  #  #  #  #