শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
মেসির জার্সি পরে যদি কেউ মেসির মত খেলতে যায়, তাহলে তো হবে না-কাজী ফিরোজ রশীদ
Home Page » প্রথমপাতা » মেসির জার্সি পরে যদি কেউ মেসির মত খেলতে যায়, তাহলে তো হবে না-কাজী ফিরোজ রশীদ
বঙ্গ-নিউজ: সংসদ নির্বাচনে আমার বিপক্ষে দাড়িয়েছিলেন সুব্রত চৌধুরী, তিনি বিএনপির প্রার্থী না। উনি একটি দল করে, যা মানুষে জানতো এনজিও। পরে শুনছে এটা রাজনৈতিক ফ্রন্ট হয়েছে, দল হয়েছে। মেসির জার্সি পরে যদি কেউ মেসির মত খেলতে যায়, তাহলে তো হবে না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশগ্রহণ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এ কথা বলেন।
তিনি বলেন, আমার ঢাকা-৬ আসনে ৫টি থানা। এখানে পৌনে তিন লক্ষ ভোটার। আওয়ামী লীগ আমার পক্ষে না থাকলে নির্বাচন করতে পারতাম না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি সব দল একসাথেই আমার পক্ষে কাজ করেছে, দিন-রাত কাজ করেছে। আমি প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা হেঁটেছি।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটবদ্ধভাবে নির্বাচন করাটা এদেশের একটি রেওয়াজ। এদেশে কেউ যদি একক নির্বাচন করতে চায়, তার ফলাফল কি হবে সে জানে। আমরা তো অন্যায় কিছু করিনি। আমি যেকোনো একটা জোটের সাথে থাকবো, এটাই আমার নিয়ম।
তিনি বলেন, গত নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিলাম। পরবর্তী সময়ে আমাদের তিনজন মন্ত্রীও ছিল। আমাদের ৪১ জন এমপি ছিল সংসদে। এবার আমরা মহাজোট করেছি। তবে আমাদের প্রার্থী সংখ্যা ছিল মাত্র ২৬ জন। তার মধ্যে আবার একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীকে সমর্থন দিল। সেক্ষেত্রে আমাদের প্রার্থী ছিল মোট ২৫ জন। সেখানে এ পর্যন্ত আমাদের ২২ জন জয়লাভ করেছে।
জাতীয় পার্টির এ নেতা বলেন, উন্মুক্ত কিছু আসন ছিল। যেখানে নৌকা এবং লাঙ্গল দুটোই ছিল। এ ধরণের আসনের মধ্যে আমাদের মাত্র একজন জয়লাভ করেছে।
বাংলাদেশ সময়: ৯:৩৫:৫৩ ৪৭২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম