শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯

মধ্যনগরে হাওরকবি’র ৩২তম জন্মদিন ও হাসুস’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Home Page » Wishing » মধ্যনগরে হাওরকবি’র ৩২তম জন্মদিন ও হাসুস’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯



---স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ সুনামগঞ্জের ধর্মপাাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আজ শুক্রবার কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার প্রাঙ্গণে সময়ের অন্যতম হাওরবাদী লেখক হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের ৩২ তম জন্মদিন ও হাসুস বাংলাদেশ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,বংশীকুন্ডা
ও হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র যৌথ আয়োজনে শুরু হওয়া দিনব্যাপী প্রোগ্রামে যৌথ ভাবে উপস্থাপনা করেন হাসুসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদ মাহফুজ মাছুম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশরপাশা এভারগ্রীণ মডেল স্কুলের প্রধান শিক্ষক ও কবি বিপ্লব চন্দ্র সাহা,ডাঃ গোপাল কৃষ্ণ সরকার,বাউল কবি সুধীর রঞ্জন সরকার,ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন,হাসুসের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাওর কবি জীবন কৃষ্ণ সরকার,সাংবাদিক আল আমিন আহমেদ সালমান,হাসুসের কেন্দ্রীয় সমন্বয়ক ও লাইব্রেরীয়ান বিনতা কৃষ্ণ সরকার, কবি উমর ফারুক প্রমূখ।

দিনব্যাপী প্রোগ্রামের মধ্যে ছিল কেক কাটা,গান করা,কবিতা আবৃত্তি,কৌতুক, একক ও দ্বৈত অভিনয়।এসব ইভেন্টে অংশ গ্রহণ করে মোঃরাজিব হোসেন,সুজ্জ্ব হোসেন,রাজীব সরকার,রাজু আহমেদ,আনোয়ার হোসেন,মানিকনূর মাহমুদা আক্তার,রুনা আক্তার,সেতারা আক্তার,মাসুকুবা সুলতানা,ঝুমুর আক্তার,সেতু আক্তার,মনিরুপা,ভূবন আক্তার,রয়েল মিয়া, আমির হোসেন,সুমন আহমেদ,সানোয়ার হোসেন খোকা,আবু হানিফা ঝুটন রায়,আক্তার হোসেন,সুমন মজুমদার,শাহদাত হোসেন,শাহিন কাদির,মোবাশ্বির আলম,ওয়াসিম মিয়া,রিদওয়ান হাসান,কনিকা রানী সরকার প্রমূখ।পরে অনুষ্ঠানের সভাপতি পারভীন আক্তার পান্নার সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৫:১৮   ১০৯৫ বার পঠিত