শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯

প্রতিবাদ -রনজিত চাঙমা (০৩/০১/২০১৯ইং)

Home Page » বিনোদন » প্রতিবাদ -রনজিত চাঙমা (০৩/০১/২০১৯ইং)
শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯



 

 রনজিত চাঙমা

 

প্রতিবাদ

মনের দোলায় আত্মভোলা,অন্ধমোহে
হস্তনিপুণ কারুকাজে,কুলুষিত আজ সমাজ,
অন্ধকারের জয়োল্লাসে বরমাল্য গলায় পরে
আজ মহাখুঁশির আনন্দে কেন এত প্রতিবাদ?
শিক্ষার আলো ঘরে ঘরে,বলছে সবে উচ্চ স্বরে
শিক্ষার আজ জ্বলছে আলো,মন্দ ভালো,
নৈতিকতার অবক্ষয়ে,রাস্তায় নামে প্রতিবাদে
জ্বালো জ্বালো স্লোগান দেয়,কেমন যে পরিহাস?
শান্তির তরে মিছিল চলে
শান্তির কথা সবাই বলে,
জ্বালিয়ে দাও,পুড়িয়ে দাও,ভেঙ্গে দাও কাল হাত
শান্তির ভাষা কি এ সব তবে?
মনের আলো জ্বালাতে হবে,সত্যের পথে
চলতে হবে,মিথ্যার জোর থামাতে হবে,
তৈল বাজি কমাতে হবে,সমাজ তখন এমন হবে
লজ্জাটাকে ধারন করবে আপন বুকে।
প্রতিবাদ হবে নিজের সাথে আপোষহীণে
অন্যায় অবিচার পালবে ভয়ে,
প্রতিশোধের আগুন জ্বালিয়ে,চোখ রাঙিয়ে
শান্তি কভু আসবে না রে মিথ্যা অভিনয়ে।
মিথ্যা বলা,চুরি করা মহাপাপ ছিল এ সবেতে
মিথ্যাটা কি ছাড় পেয়েছে এখন থেকে?
না হলে কেন বলছে সবাই দাম্ভিকতায় অহরহ
আজকে মোদের চারপাশেতে লজ্জাহীণে?
মিথ্যার বুলি মুখে মুখে,হাঁটে ঘাটে,মোবাইলে
উচ্চ নীচু সমান তালে সবার কাছে,
জনপ্রিয়তার শীর্ষে আজ,সবার কাছে ঈর্শ্বণীয়,
নয় সে কিন্তু গোপন ভোটের কারচুপিতে।
&&&&&&&

বাংলাদেশ সময়: ১৬:৪৮:০৭   ৬২২ বার পঠিত   #  #  #  #  #  #