শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯

শনিবার বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশ বিমানে করে দেশে আসছে

Home Page » জাতীয় » শনিবার বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশ বিমানে করে দেশে আসছে
শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯



ফাইল ছবি -সৈয়দ আশরাফুল ইসলাম

বঙ্গ-নিউজ:  শনিবার দেশে আনা হবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন।

তিনি জানান, আগামী শনিবার (৫ জানুয়ারী) বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হবে।

সৈয়দ আশরাফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারী) রাত ১০টার দিকে থাইল্যান্ডের হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রী’র কার্যালয়ের প্রেস উইং।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত ছিলেন সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

বাংলাদেশ সময়: ৮:৩৭:২৯   ৫৩৫ বার পঠিত   #  #  #  #  #  #