রবিবার, ২৩ জুন ২০১৩
শান্তিপূর্ণ ও পরমাণুশক্তিমুক্ত কোরিয়া দেখতে চায় বাংলাদেশ: দীপু মনি
Home Page » জাতীয় » শান্তিপূর্ণ ও পরমাণুশক্তিমুক্ত কোরিয়া দেখতে চায় বাংলাদেশ: দীপু মনিবঙ্গ- নিউজ ডটকমঃ বাংলাদেশ শান্তিপূর্ণ ও পরমাণুশক্তিমুক্ত কোরিয়া দেখতে চায় বলে মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।রোববার হোটেল রূপসী বাংলার উইনটার গার্ডেনে ঢাকাস্থ কোরিয়া দূতাবাস আয়োজিত বাংলাদেশ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘বাংলাদেশ কোরিয়ার মধ্যে কৌশলগত অংশিদারিত্ব শক্তিশালি কর’ শীর্ষক এক যৌথ সেমিনার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, উভয় দেশের একই ধরনের ঐতিহাসিক এতিহ্য রয়েছে। দুদেশ একে অন্যকে সব সময় সাহায্য সহোযোগিতা করে আসছে। পারস্পারিক সহোযোগিতা বৃদ্ধিতে দু’দেশ বদ্ধ পরিকর।
তিনি বলেন, বাংলাদেশী তরুণরা কোরিয়ায় যাওয়ার সুযোগ পাওয়ায় সে দেশের ভাষা শিখে তাদের উন্নয়নে ভূমিকা রাখছে। তারা যেমন কোরিয়ান উন্নয়নে ভূমিকা রাখছে একই সঙ্গে ভাষা ও সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে।
এ সময় ঢাকাস্থ কোরিয়ার রাষ্ট্রদূত লি-য়ুন-ইয়ং বলেন, কেরিয়া বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে এসে গার্মেন্টস ফ্যক্টরিতে অবকাঠামো উন্নয়ন, এনার্জি ও অন্যান্য ব্যবসায়িক খাতে বিনিয়োগ করছে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, বিআইআইএসএস এর চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৯ ৩৬৫ বার পঠিত