বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯

এই আদালতে আমি আর আসবো না,যা সাজা দেওয়ার দিয়ে দেন: খালেদা জিয়া

Home Page » প্রথমপাতা » এই আদালতে আমি আর আসবো না,যা সাজা দেওয়ার দিয়ে দেন: খালেদা জিয়া
বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, এই আদালতে আমি আর আসবো না। এখানে আমার আইনজীবীদের বসার জায়গা নাই। এভাবে যদি ট্রায়াল চলে তাহলে আমি আর আসতে পারবো না। আমাকে যা সাজা দেওয়ার দিয়ে দেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারী) দুপুরে নাইকো দুর্নীতি মামলায় ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ জজ-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এসব কথা বলেন তিনি।

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়। ওই আদালতে হাজির হয়ে আদালতে জায়গা সঙ্কট দেখে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৬   ৪৬৬ বার পঠিত   #  #  #  #  #  #