মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯

বিএনপির সব সিনিয়র নেতাদের অবসর নেয়া ও ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার দাবি আখতারুজ্জামানের

Home Page » এক্সক্লুসিভ » বিএনপির সব সিনিয়র নেতাদের অবসর নেয়া ও ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার দাবি আখতারুজ্জামানের
মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯



 

 

 ফাইল ছবি-মেজর (অবঃ) আখতারুজ্জামান   বঙ্গ-নিউজ: বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান। একই সঙ্গে বিএনপির সব সিনিয়র নেতাদের রাজনীতি থেকে অবসর নেয়ার আহ্বান জানান তিনি।

 

 

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

 

“আল্লাহর ওয়াস্তে এই অপকর্মটি করবেন না- জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে আমাদের বিনিত নিবেদন। আইন বা বিচার বিভাগও যে সরকারের শক্ত নিয়ন্ত্রনে তা যদি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা না বুজেন তাহলে এও জাতীর আরেকটি দুর্ভাগ্য। যা হবার হয়ে গেছে। আপাদত তা পরিবর্তন করার বুদ্ধি বা ক্ষমতা কোনটাই আমাদের নাই। এটি চরম বাস্তবতা। ভারত ও চীন সহ অনেক রাষ্ট্র প্রধানেরা বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছে। অন্যেরাও ধানাই পানাই করে মেনে নিবে। আপনারা অযথা বাগারম্ভর করে বিএনপির নেতাকর্মীদের জীবন দুর্বিসহ করে দিয়েন না। এমনিতেই দলের ১০০% ভাগ নেতাকর্মী জেল জুলুমের শিকার। আর আপনাদের নেতাগিরি দেখাতে গিয়ে বিএনপির অস্থিত্ব বিলুপ্ত করে দিয়েন না। তাই জাতীয় র ন।    ছবি সংগৃহীত

বাংলাদেশ সময়: ১৯:১২:১০   ৪৭৭ বার পঠিত   #  #  #  #  #  #