রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নৌকার জয় হবে হবেই-ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নৌকার জয় হবে হবেই-ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮



ছবি-ইলেক্ট্রনিক মিডিয়া থেকে।

বঙ্গ-নিউজ: ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী, ছবি: টিভি থেকে নেওয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট।’ রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রবিবার (৩০ ডিসেম্বর) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদেরকে বেছে নেবে। নৌকার জয় হবে হবেই।’

নির্বাচনি সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কাল সারারাত পরিস্থিতি মনিটর করেছি। কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে। এগুলো খুবই দুঃখজনক আমাদের চারজনকে হত্যা করেছে। হত্যা করার ধরন একই রকম। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমাদের ১০ নেতাকর্মীকে নিহত করেছেন। আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে।

আমরা যদি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করি তাতে যেই ক্ষমতায় আসুক বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। তাহলে ধারাবাহিকতা বজায় থাকলে আমরা জাতির পিতার সোনার বাংলা গড়তে পারবো।’

আওয়ামী লীগ নির্বাচনের ফল মানবে কিনা-এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন মানবে না, অবশ্যই মানবে। জনগণ যে রায় দেবে আমরা তা মাথা পেতে নেবো।’

বাংলাদেশ সময়: ৯:৪২:০২   ৪০৩ বার পঠিত   #  #  #  #  #  #