শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিও’র গুজব ছড়াতে পারে: আওয়ামী লীগ
Home Page » এক্সক্লুসিভ » বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিও’র গুজব ছড়াতে পারে: আওয়ামী লীগ
বঙ্গ-নিউজ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অশুভ ষড়যন্ত্রে লিপ্ত আছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি-জামায়াত চক্র। এছাড়া নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের দিন বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিও’র গুজব ছড়াতে পারে বল আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এ অভিযোগ করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
পরে প্রতিনিধি দলের প্রধান ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায় বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। পাকিস্তানি গোয়েন্দা আইএসআই এমন ষড়যন্ত্রের মূল সহযোগী বলেও মন্তব্য ক্ষমতাসীন দলটির।
তিনি বলেন, ভোটের মাত্র তিন দিন আগে শেখ হাসিনাকে ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু বিএনপি জামাতের ষড়যন্ত্র থেমে নেই। গত কয়েকদিনে রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, খাগগাছড়ি, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় মহাজোট প্রার্থীদের-সমর্থকদের ওপর বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা করেছে বলেও অভিযোগ করেছেন আক্তারুজ্জামান। মোট ৪০জন কর্মী এর মধ্যে আহত হয়েছেন বলেও কমিশনকে অবহিত করেছেন তিনি। এসব এলাকায় প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী অফিসও।
সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র প্রতিহত করতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। সেই সাথে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন প্রতিনিধি দলের সদস্যরা। এসব ঘটনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অগ্রগতি অবহিত করবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বাংলাদেশ সময়: ১০:৩৭:৩১ ৩৪৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম