বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে: বি চৌধুরী
Home Page » প্রথমপাতা » শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে: বি চৌধুরী
বঙ্গ-নিউজ: বিদেশীদের একটা টাকাও লাগেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণপন চেষ্টায় নিজস্ব অর্থায়নের পদ্মাসেতুর কাজ চলছে। এই উন্নয়নের ধারা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে মাহী বি চৌধুরীর নৌকার জনসভায় সাবেক রাস্ট্রপতি বিকল্প ধারার চেয়ারম্যান প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সিরাজদিখান ও শ্রীনগর বাসীর কাছে নৌকায় ভোট চেয়ে আরো বলেন শুধু মাহি কেন,শেখ হাসিনাকে জয়যুক্ত করুণ,নৌকাকে জয়যুক্ত করুন,বঙ্গবন্ধুকে জয়যুক্ত করুন বলে তার বক্তব্য সমাপ্ত করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসন মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ডা. বদিউজ্জমান ডাবলু, গোলাম সারোয়ার কবীর, গিয়াস উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার হাজারো বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ।
এরপর বিকাল ৩ টায় বিদ্যালয়ের মাঠ থেকে কেন্দ্র ঘোষিত বিরাট শোডাউন বের হয়ে উপজেলা মোড় হয়ে সিরাজদিখান, সন্তোষপাড়া হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭:২৩:৫০ ৩৮৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম