বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
’না’ - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » ’না’ - ম, বজলুর রাহমান
অভিধানের বুকে; মুখে মুখেে
একটি অতি পুরাতন শব্দ। ক্ষুদ্র
এক অক্ষুরে; ছিপছিপে- রুদ্র।
কখনও বিশাল; যেন সমুদ্র।
ছিটকে পড়া উল্কার টুকরো
আদিগন্ত বক্র।
কেউ কেউ ধরে মৌরসি পাট্টা
ছোটদের ক্ষেত্রে বলতে এককাট্টা।
সব কিছুতে পায়ে পায়ে…
সবাই এক ঘাটেই জল খায়।
আজব রামগরুরের ছানা
কখনও আবার, চাইলেও বলা যায়না।
ইস্টিশন টিকেটের লাইন,খেলার মাঠে
কী জানি, কখন যে কার মাথা ফাটে।
তবে যেখানে রাখে মানে; ক’জনা উচ্চকন্ঠ, বলতে জানে?
কঠিন… অমনিবাস
বলতে লাগে সাহস ।
যদি হয় ভুল, খেসারত প্রতুল
জীবনভর গুনতে হয় মাশুল।
কখনও অবশ্যই, বলা জরুরী অতি
নইলে সর্বনাশ, বিষম ক্ষতি ।
যেমন
বাল্যবিবাহের বর-কনে
অযোগ্য প্রার্থীরে ভোটের রণে
বাদানুবাদ প্রতিবাদে, ফোঁস- গোক্ষুর ফনা
…’না’
———————————————-
২১ ডিসেম্বর , ২০১৮
বাংলাদেশ সময়: ৯:৩৪:৫৫ ৪৫১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম