মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮

চিত্রনায়ক ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে আন্দালিভ রহমান পার্থের রিট

Home Page » প্রথমপাতা » চিত্রনায়ক ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে আন্দালিভ রহমান পার্থের রিট
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের মহাজোট প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন আসনটির ধানের শীষের প্রার্থী বিজেপি সভাপতি ব্যারিস্টিার আন্দালিভ রহমান পার্থ।

সোমবার (২৪ ডিসেম্বর) ঋণখেলাপির অভিযোগে এ রিট করেন তারই প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি।’

তিনি বলেন, ফারুক হলফনামায় বলেছেন, ‘ঋণ পুন:তফসিলের আবেদন করা হলেও ব্যাংক কী করেছে আমার জানা নেই।’ অর্থাৎ তিনি ঋণখেলাপি।

এ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনে লড়ছেন মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল) ও আওয়ামী লীগ থেকে মনোনিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। একই আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ।

এছাড়া এ আসনে লড়বেন তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

বাংলাদেশ সময়: ৯:১৮:১৯   ৩৪৯ বার পঠিত   #  #  #  #  #  #