সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
‘নিজের ভাগ্য গড়ার জন্য নয়, জনগণের ভাগ্য গড়াটাই আমার রাজনীতি :শেখ হাসিনা
Home Page » জাতীয় » ‘নিজের ভাগ্য গড়ার জন্য নয়, জনগণের ভাগ্য গড়াটাই আমার রাজনীতি :শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: ‘নিজের ভাগ্য গড়ার জন্য না, বাংলাদেশের জনগণের ভাগ্য গড়ার জন্যই আমার রাজনীতি। আমার তো হারাবার কিছু নেই। বাবা-মা ভাই সব হারিয়েছি। বাংলাদেশের জনগণ, যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন। জোর-জুলুম অত্যাচার সহ্য করেছেন। নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। সেই জনগণের ভাগ্য গড়াটাই আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তাই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে।’বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে বিএনপি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই মানুষ হত্যা করায় ছিল তাদের কাজ। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রতিরোধ করে। নির্বাচন হয় আমরা জয়ী হয়ে সরকার গঠন করি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পর পর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবন মান বদলেছে, মানুষের জীবন উন্নত হচ্ছে, স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশুনা করছে, স্কুলগুলোর উন্নতি করেছি।মানুষের ভাগ্য আমরা গড়ে তুলছি।’
বাংলাদেশ সময়: ১৯:২৮:৫১ ৩৪১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম