রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

ভয়াবহ সুনামি, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভায় কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৫৮৪ জন আহত !

Home Page » প্রথমপাতা » ভয়াবহ সুনামি, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভায় কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৫৮৪ জন আহত !
রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী সুন্দা উপকূলে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৫৮৪ জন আহত হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সুন্দা উপত্যকায় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভে প্রচণ্ড ভূমি ধসের কারণে ওই সুনামির সৃষ্টি হয়।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, সুনামির তাণ্ডবে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে। আহত হয়েছেন অর্ধ সহস্রাধিক মানুষ।

খোলা আকাশের নিচে হাজার হাজার আতংকিত মানুষ রাত যাপন করেন। কেউ কেউ মসজিদসহ বিভিন্ন সরকারি স্থাপণায় আশ্রয় নিয়েছেন। গত সেপ্টেম্বরে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রাণ হারায় দুই হাজারেরও বেশি মানুষ।

এর আগে ১৮৮৩ সালে ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়বহ অগ্নোৎপাতের কারণে উত্তপ্ত লাভায় পুড়ে ছাই হয়ে মারা যায় কয়েক হাজার বাসিন্দা। ওই সময় এর ফলে সৃষ্ট সুনামিতে ১৩৫ ফুট উঁচু ঢেউয়ে কমপক্ষে ৩০ হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রে।

বিজ্ঞানীরা বলছেন, ওই সময় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্নোৎপাতে সৃষ্ট গলিত লাভার উত্তাপ ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা পারমানবিক বোমার চেয়েও ১৩ হাজার গুন বেশি ছিল।

বাংলাদেশ সময়: ৯:২৭:২০   ২৯৪ বার পঠিত   #  #  #  #  #  #