শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮

শীতের মজা - বিকন ভট্টাচার্য্য

Home Page » বিনোদন » শীতের মজা - বিকন ভট্টাচার্য্য
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮



বিকন ভট্টাচার্য্য

শীতের মজা…

চারিদিকে কুয়াশা

সব কিছু ধোঁয়াশা

কখন যে হয় ভোর

কখনই বা আসে দুপুর

সূর্যটা উঠেনা

তাই কিছু বুঝিনা

ঠান্ডায় কেঁদে মরি

রোদটাকে খুঁজে ফিরি

রোদটা গায়ে পিঠে

লাগে বড় মিঠে মিঠে

খেজুরের তাজা রস

খাই শুধু টস টস

গুড় মুড়ি পিঠা পায়েস

খাই মোরা করি আয়েশ

পরীক্ষা যে হলো শেষ

আছি তাই খুব বেশ।।

২১ ডিসেম্বর, ২০১৮ অপরাহ্ন।।]

বাংলাদেশ সময়: ৯:১৭:৩২   ৪৭৮ বার পঠিত   #  #  #  #  #  #