শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮

নৌকা মার্কায় ভোট চাইলেন-রাসেল আহমদ

Home Page » সারাদেশ » নৌকা মার্কায় ভোট চাইলেন-রাসেল আহমদ
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮



রাসেল আহমদবঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সংগঠক রাসেল আহমদ গতকাল বংশীকুন্ডা বাজারস্থ স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় বলেন,আওয়ামীলীগের রাজনীতি উন্নয়নের রাজনীতি।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।এবং আমাদের হাওর অধ্যুষিত সুনামগঞ্জ-১ আসনের যোগাযোগ,বিদ্যুৎ,শিক্ষাসহ নানান উন্নয়ন মুলক কাজের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ।
দৃষ্টান্ত সরুপ তিনি বংশীকুন্ডা(দঃ) ইউনিয়নের কিছু উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর টাঙ্গুয়ার পারের বাতিঘর বংশীকুন্ডা কলেজ প্রতিষ্ঠা, চ্যারিটির অর্থায়নে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন, হামিদপুর ব্রীজ নির্মাণ,তিনটি কমিউনিটি ক্লিনিক স্থাপন,বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন,ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণসহ শিক্ষা, যোগাযোগ ও শতভাগ বিদ্যুতের কাজ চলমান।এই উন্নয়নের ধারা অব্যাহ রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন।

এতে আরও বক্তব্য দেন বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি আব্দুর রাজ্জাক,মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল,ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সারোয়ার আলম, বংশীকুন্ডা (দঃ)ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অমিত হাসান রাজু, মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আল-আমিন আহমেদ সালমান,বংশীকুন্ডা (দঃ)ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবল চন্দ্র সরকার,মধ্যনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:৩৭:৩৪   ৬৩৩ বার পঠিত