বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮

আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে!

Home Page » প্রথমপাতা » আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে!
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ:  ঘূর্ণিঝড় ফেথাইর প্রভাবে নিন্মচাপের কারণে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (২০ ডিসেম্বর) বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা কিছু বেশি কমতে পারে।

আবাহওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন-চার দিনের মধ্যেই শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশের কিছু অংশ। উপমহাদেশীয় উচ্চ চাপবলয় নামে যে ঠাণ্ডা হাওয়া এত দিন ভারতের বিহার পর্যন্ত বিরাজ করছিল তা গতকাল থেকে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ধাক্কা শিগগিরই বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে লাগতে শুরু করতে পারে।

গতকাল দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ২০, রাজশাহী, সিলেটে ২১.২ ও রংপুরে ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ফেথাইর প্রভাব গত মঙ্গলবার পর্যন্ত বিদ্যমান ছিল। ওই সময় এটা সাগরে লঘুচাপ আকারে বিরাজ করছিল। গতকাল সেই লঘুচাপটিও গুরুত্বহীন হয়ে পড়ে। বঙ্গোপসাগরে এখন আর কোনো ধরনের চাপ নেই।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন-চার দিন পর দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। তাপমাত্রা নিচের দিকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

বাংলাদেশ সময়: ১০:৩০:৫৩   ৩৬০ বার পঠিত   #  #  #  #  #  #