মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮

কামাল হোসেনের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের সিদ্ধান্ত, গণসমাবেশসহ ৩ দিনের কর্মসূচি

Home Page » প্রথমপাতা » কামাল হোসেনের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের সিদ্ধান্ত, গণসমাবেশসহ ৩ দিনের কর্মসূচি
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ: রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠকে বসে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা গণসমাবেশসহ ৩ দিনের কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) রাতে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন তারা।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর গুলশানে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট। ২৪ ও ২৫ ডিসেম্বর রাজধানীতে গণর‍্যালি, ২৮ ডিসেম্বর গণসমাবেশ করার কর্মসূচি পালন করা হবে।

এছাড়া আগামী ১৯ ডিসেম্বর ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুমিল্লায় ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে চলা বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:৪৩:৪৪   ৪২৭ বার পঠিত   #  #  #  #  #  #