সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

জ ন্ম ভূ মি আ মা র- ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » জ ন্ম ভূ মি আ মা র- ম, বজলুর রাহমান
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮



 ম, বজলুর রাহমান

জ ন্ম ভূ মি আ মা র

(বিজয়ের ৪৭তম বার্ষিকীতে
দেশ জননী, তোমার স্মরণে)
——————————————-
মাগো, মা, আমি তোর-
এক দামাল ছেলে। এক দিন ছিলেম, দারুণ তুখোর!
জীবনের সোনালী মোহর
গুলো হারিয়ে ফেলেছি, শাল মহুয়া বনে
দুরন্ত কৈশোর, টগবগে যৌবন আর বসন্তের নিষুতি বিদায় ক্ষণে।
ওরা কিন্তু কেউই, ভোলেনি আমারে
আজও দেখি, যখন সন্ধ্যা তারা জ্বলে
চাঁদ ভেসে যায় জোৎস্নার ণীল-হরিৎ জলে।
তোর আঁচল খানি ছিন্ন মলিন, কী বিষাদ আহারে!
তবে কী আমরা ভুলে গেছি- তোমারে?
দেখেছি কত অন্যায়,আজও দেখি. চক্ষু মুদি
চারিদিকে দাউ দাউ, প্রজ্বলিত আগুনের নদী।
জ্বালাও পোড়াও; মেলেনি নিস্তার
আহৎ তীর জুড়ে ধুম্র জালের বিস্তার।
রাস্তা ঘাট পথে, থকথকে কাদা জল
প্লাবনের ঘূর্ণি স্রোত। উত্তাল।
দু:স্বপ্নের হাতছানি। তবু তোর টানে
বুক চিতিয়ে দাড়াই, শুয়ে থাকি ঝঞ্ঝা বনে।
রক্তে লেখা কবিতা গুলি
পড়ে পড়ে মেখেছে পথের ধুলি।
ইচ্ছে করে উড়াই ‘ইচ্ছে ঘুড়ি’, সকল যাতনা ভুলি
সব জঞ্জাল আগাছা, যাক উড়ি। পুড়ে হোক ছাই
বলি উচ্চ কন্ঠে, হেথা অশুভের কোন ঠাঁই নাই।
ওরে বন্য! এ দেশ পূন্য।লক্ষ প্রাণের দামে কেনা
সময় এসেছে ফেরত দিতে হবে, নিজ নিজ দেনা।
আর কবে বাপ…
তাতে কী হবে কোন পাপ?
সোনার বাংলা, অনন্তকাল তুমি
আমার অহংকার, স্বপ্নের জন্মভূমি।
—————————————————-
১৬ ডিসেম্বর, ২০১৮।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৬   ৫২৪ বার পঠিত   #  #  #  #  #  #