সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

আশা করি দেশের জনগণ আমাদের নিরাশ করবেন না: শেখ হাসিনা

Home Page » আজকের সকল পত্রিকা » আশা করি দেশের জনগণ আমাদের নিরাশ করবেন না: শেখ হাসিনা
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি,  শেখ হাসিনা

বঙ্গ-নিউজঃ  গত ১০ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিজয় দিবসে বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই এই কারণে, যাতে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে না পারে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঐক্যফ্রন্ট হয়েছে, তারা সরকার গঠন করলে সরকারের প্রধান কে হবেন সেটা আজ পর্যন্ত তারা বলতে পারে নাই। সেটা কি এতিমের টাকা মেরে খাওয়ার জন্য সাজাপ্রাপ্ত যে সে হবে, না আইভি রহমানের হত্যাকারী গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত জন হবে, নাকি ওই একাত্তরের পরাজিত শক্তির কেউ হবে? দেশের জনগণের ওপর ভার ছেড়ে দিলাম আমি। তাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, দেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আশা করি দেশের জনগণ আমাদের নিরাশ করবেন না।

উৎসঃ সমকাল

বাংলাদেশ সময়: ১৯:০০:১৪   ৫৬৮ বার পঠিত   #  #  #